Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ৮০ মণ জাটকা জব্দ

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে যাত্রীবাহী ‍একটি লঞ্চে অভিযান চালিয়ে ৮০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। শুক্রবার গভীররাতে মেঘনা নদীর মোহনায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১ লঞ্চ থেকে এ জাটকা জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, জাটকা জব্দ করা হলেও আরও ১৩টি ঝুড়িতে অন্য মাছ ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৮ লাখ ৯৬ হাজার টাকা।
জব্দকৃত জাটকা নৌ-পুলিশ ফাঁড়িতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা ও স্থানীয় গরিবদের মধ্যে বিতরণ করা হয় বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ