প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একটি বন্ধ হয়ে যাবে এমন এক এয়ারলাইন্সের কয়েকজন কর্মী পরিকল্পনা করে শেষ ফ্লাইটের বিমানটি ছিনতাই করে তারা বিমান সংস্থাটি যত ঠকিয়েছে তা পুষিয়ে নেবে। বিমানে যাত্রী হিসেবে আছে বিচিত্র কয়েকজন মানুষ। এদের একজন রাকেশ ওরফে রকেশ (সুমিত ব্যস) নামে একজন ডিজে। পেশায় ব্যর্থ রকেশ একটি প্যাকেট বহন করে নিয়ে যাচ্ছে আরেকজনের হয়ে। দিল্লিতে তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে আছে। এই প্যাকেট পৌঁছে দিলে খরচের কিছুটা মিটবে। যাত্রী হিসেবে আছে মি. আর মিসেস তানেজা। আর আছে এক কিশোর সবার ব্যাপারে নাক গলানোই যার অভ্যাস। একসময় রাকেশের প্যাকেটের সেই ১০০ গ্রাম রহস্যময় মাদকে যাত্রী আর হাইজ্যাকাররা সবাই মাতাল হয়ে পড়ে। এক হাস্যকর পরিস্থিতির উদ্ভব হয় বিমানটিতে।
বলিউড শীর্ষ পাঁচ
১ রাজি
২ হান্ড্রেড টু নট আউট
৩ বাগি টু
৪ হাই জ্যাক
৫ খাজুর পে আটকে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।