প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ডেভিড লাইচ পরিচালিত অ্যাকশন-কমেডি ফিল্ম ‘ডেডপুল টু’। ‘অ্যাটমিক বøন্ড’ (২০১৭) লাইচ পরিচালিত একমাত্র চলচ্চিত্র; এছাড়া তিনি চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে কাজ করেছেন।
সবার প্রিয় অ্যান্টি-সুপারহিরো ডেডপুল (রায়েন রেনল্ডস) দর্শকদের এই পর্বে তা অতীতে নিয়ে যায়। সেই অতীতে সে অপরাধীদের মোকাবেলা করেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে একজন মন্দ মেথ বসকে (থায়র হ্যারিস) রেহাই দেয়। আর সেই ফিরে আসে ডেডপুলকে তাড়া করতে। পাশাপাশি নিজের অনিচ্ছায় তাকে একজন এক্স-ম্যান শিক্ষানবিসে পরিণত হতে হয়। সেখানে তার পরিচিত কয়েকজন মিউট্যান্ট আর রাসেল (জুলিয়ান ডেনিসন) নামে কিশোরের সঙ্গে পরিচিত হয়। ভীষণ ক্রুদ্ধ রাসেলকে টাইমট্রাভেলার মিউট্যান্ট কেবলের (জশ ব্রলিন) হাত থেকে রক্ষা করতে অন্য মিউট্যান্টদের নিয়ে ডেডপুল এক দল গঠন করে নাম দেয় ‘এক্স-ফোর্স’।
হলিউড শীর্ষ পাঁচ
১ ডেডপুল টু
২ অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার
৩ বুক ক্লাব
৪ লাইফ অফ দ্য পার্টি
৫ ব্রেকিং ইন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।