Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ১

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় বাসের ধাক্কায় মিলন মণ্ডল(১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরেক স্কুলছাত্র। নিহত মিলন ভেন্নাবাড়ি গ্রামের দেবেন মণ্ডলের ছেলে। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়ে মিলন ও অনিত নামে দুই স্কুলছাত্র বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন নিহত হয়। আর অনিক গুরুত্বর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ও স্কুলের শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে দেয়। এতে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ