Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ বন্ধ ঘোষণায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। স্বর্ণের দাম কমে গত পাঁচ মাসে সর্বনিম্ন হয়েছে। তবে এর বিপরীতে বেড়েছে ডলারের দাম। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টেভেন মুচিন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ স্থগিত করা হয়েছে। এ খবরে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে চাহিদা কমায় দামও কমে যায়। বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে হয় আউন্সপ্রতি এক হাজার ২৮৩ ডলার। যুক্তরাষ্ট্রের স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে হয় আউন্সপ্রতি এক হাজার ২৮২ ডলার। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শিথিল হওয়ার ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট তেলের দাম ৩৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি হয় ৭৮.৮৬ ডলার। গত সপ্তাহে ব্রেন্টের দাম ৮০ ডলারে ওঠেছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি হয়েছে ৭১.৫৭ ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ববাজারে

২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ