Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা ১ জুন

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম

 


অর্থনৈতিক রিপোর্টার : সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। ব্যাংকার্স সিলেকশন কমিটি এই দিন ধার্য করেছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ১ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৪০টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ লাখ ৬ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, প্রার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এক ঘণ্টা পরীক্ষা চলবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা। এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ