Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রভাবমুক্ত বিচার বিভাগ, গ্রহণযোগ্য নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হতে হবে - ইসলামী ঐক্যজোট

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম

 

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও ইসলামী রাজনীতির পুনঃপ্রবর্তন করেন। তিনি বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন করেন। আঞ্চলিক সম্পর্ককে সুসংহত করার জন্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশসমূহকে নিয়ে সার্ক গঠন করেন। মুসলমানদের শত্রæ বার্মীজরা জিয়ার সময়ে মুসলিম বিতাড়নে সম্পূর্ণ ব্যর্থ হয়। জিয়ার উত্তরসূরী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আদর্শচ্যূত করতে ব্যর্থ হয়ে তাদেরকে রাজনীতির ময়দান হতে সরাবার উদ্দেশ্যে মিথ্যা মামলায় জর্জরিত করা হচ্ছে। পবিত্র বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। নেতৃবৃন্দ এমতাবস্থায় দেশ জাতির কল্যাণে প্রভাবমুক্ত বিচার বিভাগ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং ২০ দলীয় জোট ও বিএনপি নেত্রী, তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সকল গণতান্ত্রিক ও ইসলামী দলসমূহ এবং ওলামাকেরামসহ সকলকে সোচ্চার হবার আহŸান জানিয়েছেন। আল্লামা মুসলেহ্ উদ্দিন (রহঃ) মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকীব এডভোকেট এর সভাপতিত্বে ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাওলানা শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়ার সঞ্চালনায় অদ্য অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা আব্দুল করিম খান, শায়খুল হাদীস আল্লামা আতাউর রহমান হবিগঞ্জী, মাওঃ সিহাব উদ্দিম কাসেমী, মাওঃ রিয়াদ আল হাসান, মাওঃ নাসির আল ফরিদী, মাওঃ মজিবুল হক, মাওঃ আনোয়ার হোসাইন আনসারী, মাওলানা নাজমুল হক, সৈয়দ মোঃ হাছ্ছান, ইসলামী ছাত্র সমাজের সভাপতি হাফেজ হাবিবুর রহমান ও মহাসচিব আরিফ মাহমুদ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ