Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবতার হাত বাড়িয়ে দিলো নরসিংদীর বিএমএ

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


মনোহরদী (নরসিংদী) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ নরসিংদী জেলা শাখা চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়েছে। গত সোমবার বিএমএ নরসিংদী জেলা শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও গবেষক ডা. মোজাম্মেল হক কমল ও সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু অসুস্থ সাংবাদিক সরকার আদম আলীকে দেখতে যান। এ সময় তাদের সাথে ছিলেন, নরসিংদী জেলা হাসপাতালের আরএমও ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনএম মিজানুর রহমান, নরসিংদী সদর হাসপাতালের আরএমও সৈয়দ আমীরুল হক শামীম ও ডা. আ: সামাদ। চিকিৎসক নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ সাংবাদিক সরকার আদম আলীর বাসভবনে অবস্থান করেন। তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন। চিকিৎসক নেতৃবৃন্দ সাংবাদিকতায় তার স্বচ্ছ অবদানের কথা স্মরণ করেন। তারা তার চিকিৎসা কাজে সহযোগিতার অংশ হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেন। সরকার আদম আলী নরসিংদীর চিকিৎসা ব্যবস্থায় বিএমএ’র নেতৃবৃন্দ এবং জেলা ও সদর হাসপাতালের অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং চিকিৎসকদের একনিষ্ঠতার জন্য কৃতজ্ঞতা জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ