রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের উপদ্রবে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। কর্তৃপক্ষ কুকুরের উপদ্রব কমাতে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে অনেকেই চিকিৎসা না নিয়ে চলে যান। ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের উপদ্রব চলছে দীর্ঘদিন ধরে। নারী ও প্রসূতি ওয়ার্ডে প্রায়ই ঘুরতে দেখা যায় কুকুর। রোগীদের রাখা জিনিসপত্রে মুখ দিচ্ছে সবসময়। কুকুর খাবারের সন্ধানে এক কক্ষ থেকে অন্য কক্ষে ছুটে বেড়াচ্ছে। রোগীরা কুকুর তাড়ানোর চেষ্টা করলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।
রোগীরা জানান, কুকুর সবসময় হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করে। খাবারের সন্ধানে জিনিসপত্রে মুখ দেয়। কাপড় ও কাগজপত্র ধরে টানাটানি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কুকুর রোগীদের কক্ষে প্রবেশ করে যন্ত্রণা করলেও তা রোধ করা যাচ্ছে না। জনবল সংকটের কারণে এ অবস্থা প্রকট আকার ধারণ করেছে। রোগীদের কক্ষে কুকুর প্রবেশ করায় নানা ধরনের জীবাণু ছড়িয়ে রোগ ছড়াতে পারে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রাখাল চন্দ্র বড়–য়া জানান, জনবল সংকটের কারণে কুকুর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।