প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটছে মডেল-অভিনেত্রী সুজানা জাফরের। এ বছরের বেশিরভাগ সময় তাকে ঢাকা টু দুবাইয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে ৬ এপ্রিল এই অভিনেত্রী তার ফ্যাশন হাউজ সুজানাস ক্লোজেট-এর উদ্বোধন করেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত তার কারণে নাটকের জন্য সময় দিতে পারছেন না সুজানা। এর ফলে ঈদের কোনো নাটক বা টেলিছবিতে দেখা যাবে না তাকে। সুজানা বলেন, ব্যস্ততার কারণে অভিনয়ে সময় দিতে পারছি না। কাজের অফার অনেক আসছে। কিন্তু সময় বের করা যাচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠান ও আরও কিছু বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করছি। কিছুদিনের মধ্যে ব্যস্ততা কিছুটা কমবে। তারপর আবার কাজ শুরু করবো। এদিকে সুজানা প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন দেশের সবচেয়ে বড় পোশাকের মেলায়। আগামী ৩০ মে ও ১ জুন চট্টগ্রামে ওই মেলায় অংশ নেবেন সুজানা। এছাড়া ২৫ ও ২৬ জুন ঢাকায় অনুষ্ঠিত মেলায় থাকবে সুজানাস ক্লোজেটের স্টল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।