Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদুল ফিতরে চ্যানেল আইতে ৬ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: ঈদুল ফিতরে চ্যানেল আইতে প্রচার হবে ৬টি সিনেমা। চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ঈদের দিন বিকেল ২.৩০ মিনিটে দেখানো হবে ‘কালের পুতুল’। আ কা রেজা গালিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফেরদৌস, বিথী রানী সরকার, শাহেদ আলী, আশীষ খন্দকার প্রমুখ। ঈদের পরদিন ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রটি প্রচার হবে সকাল ১০.১৫ মিনিটে। পরিচালনা করেছেন মমতাজুর রহমান আকবর। অভিনয়ে বিদ্যা সিনহা মীম, বাপ্পি, ডিপজল, মৌসুমী, অমিত হাসান, আহমেদ শরীফ প্রমুখ। ঈদের তৃতীয় দিন ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বণে অরুণ চৌধুরী পরিচালনা করেছেন চলচ্চিত্র আলতাবানু। অভিনয়ে জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ। দেখানো হবে সকাল ১০.১৫ মিনিটে। ঈদের চতুর্থ দিন: ‘ভালো থেকো’। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। অভিনয়ে আরেফিন শুভ, তানহা, কাজী হায়াৎ প্রমুখ। প্রচার হবে সকাল ১০.১৫ মিনিটে। ঈদের পঞ্চম দিন আকরাম খান নির্মিত ‘খাঁচা’র টিভি প্রিমিয়ার হবে সকাল ১০.১৫ মিনিটে। অভিনয়ে জয়া আহসান, আজাদ আবুল কালাম, চাঁদনী, মামুনুর রশীদ, রানী সরকার প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন চলচ্চিত্র ‘ছিটকিনি’ দেখানো হবে সকাল ১০.১৫ মিনিটে। সাজেদুল আউয়ালের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন রুনা খান, মানষ বন্দ্যোপাধ্যায়, ভাষ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ