Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের টেলিফিল্ম ভালোবাসা চোখের জল

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের টেলিফিল্ম ‘ভালোবাসা ডট ডট চোখের জল’। সাংবাদিক রকিব হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন এস. এস. কামরুজ্জামান সাগর। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, সালহা খানম নাদিয়া, নিলয় আলমগীর, শিখা মৌ, আজম খান, জিয়া উদ্দিন জিয়া, প্রিমা, আমিনুল ইসলাম অপু, সাবিহা রুসা, শাহিন, তাহসান বর্ন, ফয়জুন নেসা লুনা, রবিউল ইসলাম রনি, চামেলি সিনহা, রবিউল, শাকিলসহ আরও অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান গাঙচিল-এর ব্যানারে নির্মিত এ টেলিফিল্মটি নিয়ে নির্মাতা এস. এস. কামরুজ্জামান সাগর বলেন, ‘প্রেম বা ভালোবাসার গল্পের কোনো পরিবর্তন হয় না। এটা সনাতন। তেমনই এক ভালোবাসার কাহিনী নিয়ে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। তবে গল্পের মোচড়গুলো দর্শকরা দারুণ উপভোগ করবেন। যারা এতে অভিনয় করেছেন, সবাই নিজেদের মেলে দিয়ে কাজ করেছেন। আমি আশাবাদী কাজটি দর্শকপ্রিয়তা পাবে।’ টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে কল্যাণ কোরাইয়া বলেন, ‘গল্পের ভাবনাটা চিরকালের। কিন্তু গল্পের ভেতরের নানারকম বাঁক আমাকে মুগ্ধ করেছে। আমি কাজটি করে খুব সন্তুষ্ট।’ নিলয় বলেন, ‘সাগর ভাই চেষ্টা করেছেন গল্প অনুযায়ী কাজটি ভালোভাবে শেষ করতে।’ সালহা খানম নাদিয়া বলেন, ‘বলা যায় এই টেলিফিল্মের গল্পটা আমাকে কেন্দ্র করেই। জীবন চলার পথে এক অন্যরকম পরিস্থিতির মুখোমুখি হই আমি। আগের চেয়ে আমি আমার কাজে অনেক বেশি সিরিয়াস। তাই যথারীতি চেষ্টা করেছি মন দিয়ে কাজটি করার।’ নির্মাতা সাগর আরো জানান, আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ