Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নারী পরিচালকদের মেনে নিতে আমেরিকার সমস্যা আছে -জোডি ফস্টার

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


অভিনেত্রী-পরিচালক জোডি ফস্টার বলেছেন, হলিউডের জন্য নারী পরিচালকদের প্রয়োজন আছে এই সত্যটা আমেরিকাকে মেনে নিতে হবে। ৫৫ বছর বয়সী অস্কার বিজয়ী অভিনেত্রীটি আরও বলেছেন, চলচ্চিত্র শিল্পটিই হল সেই শেষ ক্ষেত্র যেখানে এই পরিবর্তনটি অত্যাবশ্যকীয়।
“আমেরিকাই হল সেই সমস্যা, আর এই সমস্যা বহাল আছে দীর্ঘ দিন ধরে। এখন সময় এসেছে আমেরিকার মাথায় আঘাত করে বুঝিয়ে দেয়া যে নারী পরিচালকের প্রয়োজন আছে,” ফস্টার বলেন, “ইউরোপ এ ক্ষেত্রে সব সময়ই এগিয়ে আছে।”
ফস্টার তার অভিনয়ে ড্রু পিয়ের্স পরিচালিত ‘হোটেল আর্তেমিস’-এর প্রিমিয়ারে কথা বলছিলেন। এই সময় তার পাশে ছিলেন- সহ-অভিনয়শিল্পী- স্টার্লিং কে. ব্রাউন, সোফিয়া বুতেলা, চার্লি ডে, ব্রায়েন টাইরি হেনরি এবং ডেইভ বতিস্তা। ফস্টার জানান পারফর্ম করতে তার ভাল লাগে তবে পরিচালনা করতে আরও বেশি এবং তিনি আরও বেশি ফিল্ম পরিচালনা করতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ