Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঠাও-মাস্টহেড পিআর চুক্তিবদ্ধ হলো

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ৩:৫১ পিএম

জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ এবং দেশের অন্যতম প্রসিদ্ধ পাবলিক রিলেশন এজেন্সি ‘মাস্টহেড পিআর’ চুক্তিবদ্ধ হয়েছে।

পাঠাও’র প্রধান কার্যালয়ে সম্প্রতি চুক্তিটি স্বাক্ষরিত হয়। পাঠাও এর সিইও হুসেইন এম ইলিয়াস এবং মাস্টহেড পিআর এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন আদিল তাদের নিজস্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী মাস্টহেড পিআর পাঠাওকে এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং এবং সল্যুশন দিচ্ছে, যাতে থাকছে মিডিয়া ম্যানেজমেন্ট, পিআর ইভেন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট প্রোফাইলিং, ব্র্যান্ড প্রোফাইলিং, পিআর কন্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং, ক্রাইসিস ম্যানেজমেন্ট, পিআর কাভারেজ মনিটরিং ইত্যাদি

মাস্টহেড পিআর এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন আদিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, ‘পাঠাও দেশের প্রথম এবং অন্যতম ক্রমবর্ধমান রাইড শেয়ারিং অ্যাপ। আমরা পাঠাওয়ের সাথে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমরা আমাদের দীর্ঘ দিনের জনসংযোগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাঠাওকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবো।’

পাঠাও এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, ‘আমরা আশা করছি মাস্টহেড পিআরের সাথে আমাদের নতুন এই অংশীদারিত্ব খুবই ফলপ্রসূ হবে। আজকের এই যুগে একটি কোম্পানিকে টিকে থাকতে হলে প্রতিনয়ত নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হয়। আমরা আশা করি মাস্টহেড পিআর এর সাথে আমাদের এই অংশীদারিত্ব আমাদের এই যাত্রায় বহু দূর এগিয়ে যেতে সহায়তা করবে। আমারা একত্রে মিলে আমদের এই লক্ষযাত্রার চূড়ান্তে পোঁছবার সর্বত্র চেষ্টা চালিয়ে যাবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ