বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো: বরিশালে ভিক্ষুক দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নগরীর পলাশপুরের বৌ বাজার এলাকার কালাম ও একই এলাকার মাসুদ রানা ওরফে মাসুম। এ ঘটনায় ধর্ষণের শিকার এক বাক প্রতিবন্দী কিশোরীর মা মুন্নি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষিতা ওই দুই কিশোরী জবানবন্দিও দিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বাদীর মেয়ে বাকপ্রতিবন্দী ও তার বান্ধবী গত ১৪ মে রাত সাড়ে ১১ টায় নগরীর গীর্জামহলায় ঘোরাঘুরি করছিলো। ওই দুই আসামী কিশোরী দুইজনকে জোর করে মোটর সাইকেলে তুলে পলাশপুরের উত্তরা হাউজিং’র ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে রাত ১ টায় দুই কিশোরীকে জোর করে ধর্ষণ করে আসামীদ্বয়। এ ঘটনায় বাকপ্রতিবন্দী কিশোরীর মা মুন্নি বেগম ১৫ মে আদালতে মামলা দায়ের করলে কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম ১৬মে ওই দুই ধর্ষককে গ্রেপ্তার করে। একই দিন দুই ধর্ষককে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।