বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : সারা বছরই ওঠানামার মধ্যে ছিল পেঁয়াজের বাজার। গত ১৫ দিন থেকে প্রায় একই রকম রয়েছে পেঁয়াজের দর। কিন্তু তা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। টিসিবির প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের একই সময়ের তুলনায় ৬৩ শতাংশ বেড়েছে পেঁয়াজের দাম। টিসিবির প্রতিবেদন মতে, গত বছরের একই সময়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে সর্বোচ্চ ৩২ টাকায়। কিন্তু এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারভেদে ৪৫ থেকে ৫০ টকায়। ব্যবসায়ীরা মতে, উৎপাদন ও আমদানির উপর নির্ভর করে পেঁয়াজের দাম। যে বছর উৎপাদন ও আমদানি ভাল থাকে সে বছর দামও কম থাকে।
এবছর বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারত ও বাংলাদেশ উভয়ই এই ক্ষতির শিকার। এর ফলে এবছরের একটি সময়ে পেঁয়াজের বাজার ছিল ১৫০ টাকার উপরে। তবে এখন সংকট নেই বলেই মন্তব্য ব্যবসায়ীদের। পর্যাপ্ত সরবরাহ ও মজুদ থাকায় পেঁয়াজের দাম স্থিতিশীল থাকার ব্যাপারে আশাবাদী তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।