Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে পিটিয়ে যুবক খুন, আটক ৩

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম


ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ ঘটনায় পুলিশ ৩ নারীকে গ্রেফতার করেছে।
তারা হলেন- আব্দুল আউয়ালের স্ত্রী খালেদা বেগম(৪০), আঃ হেলিমের স্ত্রী জাহানারা বেগম(৩৯), আব্দুল গফুরের স্ত্রী সাহেরা খাতুন (৪৫)।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে খানপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে কামরুল ইসলাম(২৮)কে তুচ্ছ ঘটনায় পিটিয়ে মারাত্মক আহত করে প্রতিবেশী আব্দুল আউয়াল ও তার লোকজন। পরে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, এ ঘটনায় শুক্রবার রাতে কামরুল ইসলামের স্ত্রী সাবিকুন্নাহার বাদি হয়ে একটি মালা দায়ের করে। শনিবার সকালে মামলার এজহারভুক্ত ৩জন নারী আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ