বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ শেরপুর জেলার শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রনালয়ের হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সমিতির সহ-সভাপতি মরহুম সাইফুল কবির চৌধুরী পনির মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের সমুদ্র বিষয়ক সচিব রিযার এডমিরাল (অব:) মো. খুরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ড. মো.আশরাফ আলী, সহ-সভাপতি, রেজাউল ইসলাম রেজু, শফিকুল ইসলাম লাবলু (উপ-সচিব), নিবার্হী সদস্য ও উপ-সচিব বিল্লাল হোসেন,কোষাধক্ষ্য রেজাউল করিম নয়ন এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মালেক মল্লিক প্রমুখ। সভাপতির বক্তব্যে খুরশেদ আলম বলেন, শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতীর মানুষের কল্যাণে সমিতির প্রত্যেকটি সদস্যকে নিজ নিজ জায়গা থেকে অবদার রাখতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান। গরীব মেধাবীর ছাত্রদের জন্য মেধাবৃত্তি চালুর ঘোষণা দেন তিনি। সমিতির সাধারণ সম্পাদক ড. আশরাফ আলী বলেন, আমাদের এ অঞ্চলের গরীব মেধাবীর ছাত্রদের জন্য দ্রæত সময়ের মধ্যে মেধাবৃত্তি দেয়া হবে। এসময় তিনি সমিতির সহ সভাপতি মরুহুম সাইফুল কবির চৌধুরীর পনির স্মৃতিচারণ করেন। ইফতারের পূর্ব মুহুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে ঢাকায় বসবাসরত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন পেশায় প্রায় তিন শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।