Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে এলজিইডি’র ২১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জে এলজিইডি’র অধীনে জেলার ৫টি উপজেলায় ২১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন কাজের বেশির ভাগ চলতি অর্থ বছরে সম্পন্ন হবে। বাকী কাজ পরের অর্থ বছরে সম্পন্ন হবে। এসব উন্নয়ন কাজের বেশির ভাগই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। নারায়ণগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল বলেন, পুরো জেলায় ২১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে জেলার গ্রামীণ অবকাঠামোতে উন্নয়নের ব্যাপক ছোঁয়া লাগবে। তিনি বলেন, বর্তমানে আড়াইহাজার উপজেলায় আরটিআইপি-২ এবং সিআরডিপি জিডিপি-২ এর আওতায় প্রকল্পের কাজ চলমান। ওই প্রকল্পে ৩৬ কোটি ৪৬ লাখ টাকার কাজ চলতি অর্থ বছরে সম্পন্ন হবে। তিনি আরো বলেন, ১৬টি প্রকল্পে ১৬০ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার ডিএন লিঙ্ক রোড হতে মা ও শিশু হাসপাতাল সড়ক উন্নয়ন, ১৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আড়াইহাজারে খালিয়ারচর-মধ্যারচর সড়ক উন্নয়ন, ৭৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে র‌্যপগঞ্জের মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর উপন ব্রিজ নির্মাণ, ৬ কোটি ১ লাখ টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মীরেরটেক-অলিপুরা বাজার ভায়া হরিহরদি বাজার সড়কে ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া ১২৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাঅস্টমী পুণ্যার্থী উৎসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সেখানকার ৫টি স্নান ঘাট নির্মাণের জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে। শিগগিরই ওই কাজ শুরু হবে বলে নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ