বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভারের কলমার জিনজিরা ও সাভারের বক্তারপুর থেকে গতকাল শনিবার বিকেলে দুই জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, বিকেলে সাভারের কলমার জিনজিরা এলাকায় প্রসেস ইন্ড্রাষ্ট্রিয়াল লিমিটেড কারখানায় ফিটিংস মেশিনে কাজ করার সময় বুলবুল আহমেদ (৩২) নামের এক শ্রমিক মেশিনের ভিতরে মাথা গিয়ে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শ্রমিক বুলবুল আহমেদ রংপুর জেলার গংগাছড়া থানার কচুয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কারখানা কতৃপক্ষ। কারখানাটিতে অ্যাকোয়া পানির পাম্প তৈরি করা হতো। অন্যদিকে বিকেলে সাভারের বক্তারপুর এলাকায় ক্যাভার্ড ভ্যানের উপর থেকে মালামাল নামানোর সময় উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে জড়িয়ে মিঠু সরদার নামের (৩০) এক ক্যাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মিঠু সরদার বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাগলা শ্যামনগর গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে। দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই আসাদ মিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।