Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা কারাগারে কয়েদির মৃত্যু ও পৌর কর্মচারীর আত্মহত্যা

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম


মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরা কারাগারে গত শুক্রবার সোহাগ মোল্লা (৩৫) নামে এক কয়েদীর মৃত্যু হযেছে। অপরদিকে মাগুরা পৌরসভার কর্মচারির অত্মহত্যার ঘটনা ঘটেছে। সোহাগ মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী। মাগুরার জেল সুপার তায়েফ উদ্দিন জানান, সকাল ১০ টার দিকে জেলখানার ভেতর হঠাৎ সে বুকে ব্যাথা অনুভব করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠান হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ মজিদ তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের গফুর মোল্লার ছেলে। আপরদিকে মাগুরা পৌরসভার বিদ্যুৎ বিভাগের কর্মচারি মনিরুল ইষলাম (২৮) বিষপানে আত্মহত্যা করেছে। সে মাগুরা মাতৃসদন হাসপাতাল পাড়ার বাসিন্দা তুরান কাজীর ছেলে। পারিবারিক কলোহকে কেন্দ্র করে তার স্ত্রী কয়েকদিন আগে পিতার বাড়ি চলে যায়। এ দিকে প্রথম রোজার সন্ধ্যায় ইফতারের পুর্বমুহুর্তে মনিরুল বিষপান করে। প্রতিবেশীরা তাকে মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারনে আত্মহত্যা করেছে তা কারো কাছেই পরিস্কার হয়নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ