রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) থেকে এস. মিজানুল ইসলাম : ব্রিটিশ আমলে নির্মিত বানারীপাড়ার আরসিও বর্তমান উপজেলা ভূমি অফিসের দ্বিতল ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশংকা রয়েছে। এ ভবনটি ঐতিহাসিকভাবেও পরিচিত। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীরা যখন বানারীপাড়া থানা দখল করে নেয় তখন ইপিআর বাহিনীর সহযোগিতায় ভূমি অফিসে পাকিস্তানি পুলিশ, রাজাকার ও ইপিআর সদস্যরা অবস্থান নিয়েছিল। বানারীপাড়া ২৯ নভেম্বর পাকহানাদার মুক্ত করার পরবর্তী সময়ে পুনঃরায় আরসিও অফিস চালু হয়। চুন-সুরকি দিয়ে তৈরি ভবনটির দেয়াল ও ছাদে অসংখ্য ফাটল ধরেছে। দেয়াল ও ছাদের পলেস্তরা খসে পড়ে জরাজীর্ণ রুপ ধারণ করেছে। ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি ভেতরে পড়ে একাকার হয়ে যায়। ঝুকিপূর্ণ ওই ভবনটির অবস্থান হচ্ছে পেছনে ভূমি অফিসের নতুন ভবন, পশ্চিম পাশের ব্যবসা প্রতিষ্ঠান, সামনে সদর রাস্তা ও পূর্ব পাশে শাখা রাস্তা। ভবনটির অবস্থা এতই নাজুক যে সংস্কার করারও সুযোগ নেই। যে কোন মুহূর্তে ধসে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। ইতোপূর্বে ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর উত্তর পাশে নতুন দ্বিতল ভবন নির্মিত হয়েছে। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পুরনো ভবন ভেঙে ফেলার সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। এছাড়া ওই ভবনের কারণে পেছনে নির্মিত নতুন ভবনটিও আড়াল হয়ে আছে। উপজেলার গুরুত্বপূর্ণ ভূমি অফিসের স্টাফ ও কাজের জন্য আগন্তুকদের জীবনের ঝুঁকি নিয়ে ওই বিপজ্জনক ভবনের ভেতর দিয়ে নতুন ভবনে ও আসা-যাওয়া করতে হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছৃুটিতে থাকায় কথা বলা যায়নি। তবে অন্য সহকারীরা জানান, বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। শীঘ্রই এ ভবনের টেন্ডার হবে তার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।