Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৈকুড়ি স্কুলের ভোকেশনালের ২৯ এসএসসি পরীক্ষার্থীর ভাগ্য অনিশ্চিত

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

 

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সারাদেশে পাশ করা ছাত্রছাত্রী ও তাদের পরিবারের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়লেও আদমদীঘির কৈকুড়ি আরএম উচ্চ বিদ্যালয়ের কতৃপক্ষের অবহেলায় ভোকেশনাল শাখার অংশ গ্রহনকারি ২৯জন পরীক্ষার্থীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে তারা বাস্তব প্রশিক্ষণ বিষয় পরীক্ষার ফলাফল না পেয়ে দিশেহারা হয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহি অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে লিখিত অভিযোগ প্রদান করেন।
জানাযায়, আদমদীঘির কৈকুড়ি আরএম উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালে এসএসসি ভোকেশনাল থেকে ২৯জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। সকল বিষয়ে ভালভাবে পরীক্ষা দেয়ার পর নিজ স্কুল শিক্ষকের তত্ত¡াবধানে বাস্তব প্রশিক্ষন বিষয় অংশ গ্রহন করেন। কৈকুড়ি বিদ্যালয় কর্তৃপক্ষ এই বাস্তব প্রশিক্ষনের নম্বরপত্র কারিগরি শিক্ষাবোর্ডে সঠিক সময়ে প্রেরন না করার কারনে ওই ২৯জন পরীক্ষার্থীর প্রকাশিত ফলাফলে বাস্তব প্রশিক্ষন বিষয়ে অকৃতকার্য বা ফেল হয়ে আসে। পরীক্ষর্থীরা এই ফলাফল হাতে পাবার পর তারা স্কুল কর্তৃপক্ষের নিকট বিষয়টি সংশোধনের জন্য কারিগরি বোর্ডে যোগাযোগের মাধ্যমে বাস্তব প্রশিক্ষন বিষয় নম্বরপত্র পুনরায় জমা দানের জন্য বারবার তাগাদা দিয়েও কোন ফল পাননা। শিক্ষকদের অবহেলায় ২৯জন এসএসসি পরক্ষার্থীর ফলাফল বিপর্যয়ে যেন দুঃখের শেষ নেই, অন্যান্য পাস করা শিক্ষার্থীদের পরিবারে আনন্দ থাকলেও এই ২৯জন শিক্ষার্থীর পরিবারে নেই কোন আনন্দ। তাদের ভাগ্য এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কৈকুড়ি বিদ্যালয়ের ভোকেশনাল শিক্ষক আসলাম জানান, অনলাইনের মাধ্যমে নম্বরপত্র পাঠানো হলেও গ্রহন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে বোর্ড কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম জানান, এ সংক্রান্ত বিষয় ছাত্রছাত্রীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান বিযষটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ