Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

লাক্স স্টাইল ফাইল সোনিয়ার লাক্স স্টাইল ফাইল

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এ প্রজন্মের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা সোনিয়ার উপস্থাপনায় শুরু হয়েছে ‘লাক্স স্টাইল ফাইল’। ইফতারের পরপরই ৬টা ৪৫ মিনিটে বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হয়। প্রতিটি পর্বেই একজন সেলেব্রেটি কথা বলবেন তার ঈদের ফ্যাশন, স্টাইল ও কেনাকাটা নিয়ে। চলচ্চিত্র, নাটক, সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকাদের ঈদ কথোপকথনের পাশাপাশি প্রতি পর্বে দর্শকদের জন্য আরও থাকছে স্টাইল শপ, ইটিং আউট, মেকওভার থেকে শুরু করে ঈদের কোনাকাটা, খাবারদাবার ও রূপচর্চা সম্পর্কিত নানান কিছু। সোনিয়া বলেন, ‘গত বছরও আমি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলাম। এবার আরও বড় পরিসরে হতে যাচ্ছে। দর্শকদের ভালোলাগার কারণেই বাংলাভিশন অনুষ্ঠানটি দ্বিতীয়বারের মতো করছে। আশা করি, ব্যতিক্রমী এ প্রোগ্রামটি দর্শকদের ঈদের কেনাকাটায় গাইড হিসেবে কাজ করবে’। এদিকে সোনিয়া বর্তমানে দেশটিভিতে নিয়মিত উপস্থাপনা করছেন লাইফ স্টাইল নির্ভর প্রোগ্রাম ‘সানসিল্ক সুরঞ্জনা’। এছাড়া আসছে ঈদে সোনিয়া অভিনীত একাধিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ