পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র উদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশের প্রয়োজনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা লেডিজ ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। কারণ এই সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে কারাগারের অন্ধ প্রকষ্টে ইফতার করতে হচ্ছে। আমরা সবাই আজ এ জন্য ভারাক্রান্ত।
তিনি বলেন, দেশের এই দুঃসময়ে, গণতন্ত্রের সংকটে আমরা সবাই প্রত্যাশা করি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ তাদের মূল্যবান অবদান রাখবেন এবং জাতিকে এই সংকট থেকে উত্তরণে নেতৃত্ব দেবেন।
তিনি আরও বলেন, আমরা এ কথা সবসময় বলে আসছি এবং বিশ্বাস করি এই সময়ে জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। গণতন্ত্র উদ্ধার করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আজকে যারা জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আসুন দেশের এই প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এবং আমরা আমাদের অধিকার আদায় করে নেই এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।