Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে উপ-নির্বাচনে গোপনীয়ভাবে তফসিল ঘোষণার অভিযোগ

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের উপ-নির্বাচনে গোপনীয়ভাবে তফসিল ঘোষণার অভিযোগ এনে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মো. মোস্তফা খাঁন নামে একজন আগ্রহী প্রার্থী।
অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা গেছে, ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ ১২/০২/১৮ তারিখে মারা গেলে আসনটি শূন্য হয়ে পড়ে। আগ্রহী প্রাথী হিসেবে মো. মোস্তফা খাঁন, ছাইদুর রহমান, আব্দুস সামাদ ও ফেরদৌস আলী ভোটারদের মধ্যে জোর প্রচার-প্রচারণা চালাতে থাকে। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তালম ইউনিয়ন চেয়ারম্যান যোগসাজস করে চেয়ারম্যানের এক আত্মীয়কে একক প্রার্থী দেখিয়ে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে নিরাশ হয়ে পড়েছেন ওই ওয়ার্ডের চককলামুলা, বরইচরা, গাবরগাড়ী ও রোকনপুর গ্রামের সাধারণ মানুষ।
চককলামুলা গ্রামের বাবলু, ছোহরাব হোসেন, বরইচরার সামছুল হাজী, জাফর প্রমানিক, গাবরগাড়ীর প্রভাষক মন্টু মিঞা, মাওলানা আব্দুল হান্নান এবং রোকনপুর গ্রামের ইনছান খাতুন, আনিছুর রহমান জানান, নির্বাচন অফিস থেকে গণ-বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে তারা কিছুই জানেন না। নির্বাচন কর্মকর্তার অফিস কিংবা ইউনিয়ন পরিষদের কোথাও বিজ্ঞপ্তিটি সাটানো হয় নাই।
তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উজ জ্জামান বলেন, পরিষদের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলাম জানান, নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে সবকিছু বলতে পারবেন। নির্বাচন কর্মকর্তা ফারহনা বিলকিছ বলেন, দাপ্তরিকভাবে সব নিয়ম অনুসরণ করেই তালম ইউনিয়নের উপ-নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত প্রার্থির চুড়ান্ত তালিকা বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ