Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চে গড় সুদহার বেড়েছে

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : কিছু ব্যাংকে নগদ টানটানির ফলে সামগ্রিকভাবে বাড়ছে ঋণ ও আমানতের সুদহার। গত কয়েক মাসের ধারাবাহিকতায় মার্চে ঋণের গড় সুদহার বেড়ে নয় দশমিক ৭০ শতাংশে উঠেছে এবং আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৩০ শতাংশে। আগের মাস শেষে ঋণে গড় সুদহার ছিল নয় দশমিক ৫৫ ও আমানতে পাঁচ দশমিক ১৮ শতাংশ। সংশ্লিষ্টরা জানান, কিছু ব্যাংক নগদ টাকার সংকটে থাকলেও অনেক ব্যাংকে প্রচুর উদ্বৃত্ত অর্থ রয়েছে। এতে বাজারে অসম অবস্থা বিরাজ করলেও সামগ্রিকভাবে সংকট নেই। সম্প্রতি সিআরআর কমানোর পর অনেক ব্যাংকের হাতে বাড়তি টাকা জমা হয়েছে। এসব অর্থ নামমাত্র সুদে বাংলাদেশ ব্যাংক বিলে খাটানোর চেষ্টা করছে ব্যাংকগুলো। গত বৃহস্পতিবার মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ সুদে সাত দিন মেয়াদি বিলে কয়েকটি ব্যাংক পাঁচ হাজার ৭২৯ কোটি টাকা রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ঋণ ও আমানতে গড় সুদহার সবচেয়ে বেশি রয়েছে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে। গত মার্চে এসব ব্যাংক গড়ে ১০ দশমিক ২০ শতাংশ সুদে ঋণ দিয়েছে। আর আমানতের সুদহার ছিল পাঁচ দশমিক ৯০ শতাংশ। দুই বিশেষায়িত ব্যাংক আমানতে পাঁচ দশমিক ৫৫ ও ঋণে আট দশমিক ৮৫ শতাংশ সুদ নিয়েছে। বিদেশি ব্যাংকগুলো আমানতে এক দশমিক ৯২ এবং ঋণে আট দশমিক ৬৬ শতাংশ সুদ দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ