বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বলিদাহ গ্রামে গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে সুমনা বেগম (২৭) নামে এক কন্যা সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঝিকরগাছা নিশ্চিন্তপুর গ্রামের সহিদুল ই্সলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ বছর আগে শার্শার বলিদাহ গ্রামের মোবারক হোসেনের ছেলে উজ্বলের সাথে বিয়ে হয় শিয়ালকোনা গ্রামের সুমনা খাতুনের। এরই মধ্যে বিভিন্ন সময়ে পারিবারিক কলহে তার উপর নির্যাতন করে আসছিল স্বামীসহ পরিবারের সদস্যরা। সম্প্রতি নির্যাতনে তার গভের একটি সন্তান নষ্ট করে দেয়া হয় বলে অভিযোগ নিহতের স্বজনদের। বৃহস্পতিবার রাতে তার উপর চালানো হয় অমানষিক নির্যাতন। এক পর্যায়ে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মা সাহিদা খাতুনসহ স্বজনরা বলেন, সুমনাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ১০ লাখ টাকা নিয়ে হত্যা ঘটনা চেপে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান নিহতের মামা শিক্ষক শওকত আলী ও বরকত আলী। শার্শা থানার ওসি মসিউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে হত্যা নাকি আতœহত্যা। তবে স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল মোটা অংকের দেনদরবারে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।