বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : প্রায় ৯ মাস পর টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাসের নৃশংস হত্যাকাÐের রহস্য উদ্ঘাটন করছে পুলিশ। সৎ ভাইয়ের জমির বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাÐ ঘটানো হয় বলে পুলিশের দাবি। এই হত্যাকাÐের সাথে ৬ জন জড়িত বলে পুলিশ জানায়। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এসময় তিনি আরও জানান, হত্যাকাÐের দিন রাতে প্রথমে অনিল কুমার দাসকে তারা বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে স্ত্রী কল্পনা রানী দাস ঘটনাটি দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়। হত্যাকারীরা লাশের গলায় ইটের বস্তা বেঁধে বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো, জাহিদুল ইসলাম (৩২), মো. ফরহাদ (৪৮), মনিরুজ্জামান ভূঁইয়া (৩৩) এবং মনজুরুল ইসলাম মিনজু (৩৩)। এদের মধ্যে জাহিদুল ও ফরহাদ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তদন্ত করা হচ্ছে। এছাড়া পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৬ জুলাই রাতের কোনো এক সময় অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাসকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।