Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ক্বিরাত প্রতিযোগিতার বিচারক হচ্ছেন আহমাদ বিন ইউসুফ

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম

 

 

প্রেস বিজ্ঞপ্তি : তুরস্কে অনুষ্ঠিতব্য ষষ্ঠ আন্তর্জাতিক হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে এই প্রথম একজন বাংলাদেশি হিসেবে তুরস্ক সরকারের রাষ্ট্রীয় অতিথি হয়ে আজ (শনিবার) সকাল ৬টায় ঢাকা ত্যাগ করবেন প্রখ্যাত কারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। তিনি বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরী।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে হযরত মাওঃ ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এরও দাওয়াত ছিলো। কিন্তু তার ইন্তেকালের কারণে পিতা-পুত্র একই প্রতিযোগিতার বিচারক হওয়া থেকে বঞ্চিত হতে হলো। এ প্রতিযোগিতার সমাপনী দিনে বিচারকদের সম্মাননা এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ