রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লালমনিরহাট থেকে মোঃ আইয়ুব আলী বসুনীয়া : আর্থ সামাজিক উন্নয়নে শ্যামপুর সুগার মিলের ভুমিকা, প্রশিক্ষনের মুল্যায়ন, সুগার মিলের সার্বিক উন্নয়ন, আখ চাষে জ্ঞনের প্রয়োগ এবং একর প্রতি আখ চাষের ফলন বৃদ্ধিতে লালমনিরহাটে আখ চাষিদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে বুধবার কৃষি বিভাগ, শ্যামপুর সুগার মিলস্ শ্যামপুর এর আয়োজনে সদর উপজেলার মহেন্দ্রনগরে দিন ব্যাপি এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এতে শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মাহমুদুল হক, মহা ব্যবস্থাপক (কৃষি) মোঃ সামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক (ঋন) মোঃ শফিকুল ইসলাম খান ও উপ-মহাব্যবস্থাপক (বীঃপঃ/ইক্ষু সংগ্রহ) মোঃ আমজাদ হোসেন ইক্ষু চাষিদের প্রশিক্ষন দেন। লালমনিরহাট জোনের শতাধিক ইক্ষু চাষি এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মাহমুদুল হক বলেন, দিন দিন এই জেলায় আখ চাষে চাষীরা আগ্রহ হারিয়ে ফেলায় এবং আখ চাষে আবারও আখ চাষীদের ফিরিয়ে আনার লক্ষে এই প্রশিক্ষনের আয়োজন। এ ছাড়া চলতি অর্থ বছরে এই জোনে আখ চাষে লক্ষ্যমাত্রা পুরনে এই প্রশিক্ষনের আয়োজন। গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা পুরন না হলেও এবার কাছাকাছি এসে পৌছেছে। এবার ২০১৮ সালে চলতি আখ মৌসুমে ১হাজার একর জমি আখ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও চাষাবাদ হয়েছে ৬শত একর জমিতে। গত ২০১৭ সালে এজোনে আখ চাষাবাদ হয়েছে মাত্র ৪শত ৪৮ একর জমিতে। পরে প্রশিক্ষন শেষে বিকেলে কৃষিবিদ মাহমুদুল হক আখ প্রশিক্ষনার্থীদের নিয়ে আখ চাষি আনিছুর রহমান খানের আখ ক্ষেত পরিদর্শন করেন।
সদও উপজেলার মহেন্দ্রনগরের আখ চাষি আনিছুর রহমান খান বলেন, আখ চাষের উপর আগ্রহ একেবারেই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু গত বার আখ চাষের উপর প্রশিক্ষন নিয়ে আমি প্রায় দুই একর জমিতে আখ চাষ করেছি। ফলনও ভাল হয়েছে। সব ঠিক থাকলে এবার আখ বিক্রি করে কয়েক গুন লাভবান হতে পারবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।