বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদকের হাট হিসাবে পরিচিত নগরীর বরিশাল কলোনীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এরা হলেন পটিয়ার আমজুর হাটের হাবিবুর রহমান এবং কুমিল্লার বুড়িচংয়ের মো মোশারফ। চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে বৃহস্পতিবার রাতে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। র্যাব ৭ চট্টগ্রামের স্টাফ অফিসার এএসপি মিমতানুর রহমান বলেন, প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে খবর পেয়ে অভিযানে গেলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। নিহত হাবিবুর রহমানের বাসা নগরীর লাভ লেইনে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে মাদক আইনে। বরিশাল কলোনীর মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন মোশারফ। র্যাব বলছে, নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে ছিল। অন্যজনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।