Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্লাপাড়ায় ১৫ মণ ভেজাল দুধ আটক

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর অভিযান চলছেই

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১:২৩ এএম


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কেমিকেল দিয়ে তৈরী ভেজাল দুধের ব্যবসা চলছেই। দৈনিক ইনকিলাবে গত ১০ এপ্রিল “সাদা দুধের কালো ব্যবসা, বিষাক্ত নকল দুধের ক্রিম থেকে তৈরী হচ্ছে দই মিষ্টি খাঁটি হাওয়া ঘি” শিরোনামে অনুসন্ধানী সচিত্র সংবাদের পর সারা দেশে তোলপাড় চলছে। বৃহস্পতিবার ও বুধবার উল্লাপাড়া পৌরশহরের হাটখোলা ও শ্যামলীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ১৫ মন কেমিকেল মিশ্রিত ভেজাল দুধ আটক করেছে পৌর কর্মচারীরা। এসময় আরো ৫ ট্রাক দুধ আটকের চেষ্টা করা হরেও তারা পালিয়ে যায়। ভেজাল দুধ আটকের সময় এর মালিকরা ধরা পড়ে সাজার ভয়ে দৌড়ে আতœরক্ষা করে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলামের নির্দেশে মাহে রমজান উপলক্ষে এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলী আহমেদ রতন,বাজার পরিদর্শক এস.এম. আমিনুল ইসলাম। আটককৃত ভেজাল দুধ পৌর ভবনের সামনে জনগনের সামনে তা ড্রেনের মধ্যে ফেলে দিয়ে নষ্ট করা হয়। এ পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম বলেন সংবাদপত্রে ভেজাল দুধের খবর প্রকাশের পর তিনি পৌর শহরে নজরদারি শুরু করেছেন। এ ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে। ভেজাল খাদ্য সামগ্রী তৈরি এবং বিক্রি করতে দেখলে পৌরসভাকে অবহতি করার জন্য অনুরোধ করেন। এ সময় পৌর কাউন্সিলর আলাউদ্দিন তালুকদার আলা,আজাদ হোসেন,পৌর সচিব তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী সাফিউল কবীর, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ