Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পটিয়ায় হেলে পড়েছে পাঁচ তলা ভবন!

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১:২২ এএম


পটিয়া উপজেলা সংবাদদাতা ঃ চট্টগ্রামের পটিয়া পৌর সদরে হেলে পড়েছে ৫ তলা একটি ভবন। পৌর সদরের পটিয়া কলেজ গেইটের সম্মুখে জে আলম মার্কেট নামের ৫ তলা ভবনটি গত ৩ দিন আগে পৌরসভার ড্রেনের নালা খননের সময় হঠাৎ ঝুঁকে গিয়ে ৫ম তলার উপরিঅংশ পার্শ্ববতী আই.টি.সি.এল আফতাব সেন্টারের ৬ তলা ভবনে হেলে পড়ে। জে আলম মার্কেটটি উপজেলার হাইদগাঁও গ্রামের জাহাঙ্গীর আলম নামের জনৈক ব্যক্তি ২ বছর আগে নির্মাণ করে। জাহাঙ্গীর আলম পটিয়া পৌরসভার একজন ঠিকাদার। আফতাব সেন্টারটি পটিয়া পৌরসদরের ৫ নং ওয়ার্ড সবজার পাড়া এলাকার আফতাব মাষ্টারের পুত্রগণ নির্মাণ করেন। এ ব্যাপারে আফতাব সেন্টারের পরিচালক মাহাবুবুর রহমান জানান জে আলম মার্কেট ঝুঁকে গিয়ে তার ব্যবসায়িক ভবনের উপর হেলে যাওয়ার পর তিনি জাহাঙ্গীর আলমকে জানালেও কোন কর্ণপাত করছে না। বর্তমানে উভয় ভবন ঝুঁকিপূর্ণ। আমাদের ভবনটি না থাকলে জে আলম মার্কেট ভেঙে পড়ে অনেক লোকজনের প্রাণহানি ঘটত। এছাড়া বর্তমানে উভয় ভবনের ব্যবসায়ীরা ঝুঁকি ও আতঙ্কের মধ্যে রয়েছে। তার ধারণা ফাউন্ডেশনে কোন ধরনের ক্রটি থাকায় নালা খননের সময় ভবনটি ঝুঁকে যায়। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম থেকে জানতে চাইলে তিনি বলেন ফাউন্ডেশনের কোন ক্রটি ঘটেনি। লোকজন মনে করছে এটি হেলে গেছে আদোও ভবনটি হেলে যায় নি। এ প্রসঙ্গে পটিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহ্ জাহান থেকে জানতে চাইলে তিনি বলেন ভবন হেলে যাওয়ার বিষয়ে তার কোন তথ্য জানা নেই। পৌরসভার ড্রেনের নালা খননের সময় জে আলম মার্কেট উপরঅংশে সামান্য ঝুঁক নেয়। এতে ভবনের কোন দুর্ঘটনার ঘটার সম্ভাবনা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ