Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম


জাবি সংবাদদাতা : প্রধানমন্ত্রী ও আওয়মী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। গতকাল দুপুরে শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত¡র থেকে এই আনন্দ র‌্যালি করা হয়। পরে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে জাবি ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই মূলত বাংলাদেশে গণতন্ত্র পূণরুদ্ধার হয়েছিলো। বর্তমানে তার হাত ধরেই উন্নয়নের পথে হাটছে সারাদেশ।’ এসময় সকল সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখারও আহŸান জানান তিনি। সমাবেশে অন্যান্যদের মধ্যে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, মাসুদ ইউনুস সিফাত, জহিরুল ইসলাম বাবু, মাজেদ সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আপ্পান হোসাইন আপন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ