রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে বিয়ে করার কথা বলে প্রতারনায় অভিযোগে তরুণীর দায়ের করা মামলা দায়েরের পাঁচ দিন পর ওই তরুণীকে বিয়ে করেছেন শরীফ মিয়া। বুধবার রাতে সাতগ্রাম ইউনিয়নের মেরাটেক এলাকায় তরুনী পিত্রালয়ে একলাখ পঞ্চাশ হাজার টাকা দেনমোহার ধার্য করে বিয়ে সম্পন্ন হয়। সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রায় এক বছর ধরে ওই তরুণীর সঙ্গে একই গ্রামের শরীফ নামের যুবকের প্রেমের সম্পর্ক চলতে থাকে। এর মধ্যে বিয়ে করার আশ্বাস দিয়ে শরীফ তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়লে শরীফকে বিয়ের জন্য ওই তরুণী চাপ প্রয়োগ করতে থাকেন। কিন্তু শরীফ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে এই ঘটনাটি ধর্ষকের পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে তরুণীর বাড়ীতে হামলা চালিয়ে তরুণী ও তার পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করে। গত ১১ মে নির্যাতিতা তরুণী নিজেই বাদী হয়ে শরীফ মিয়াকে আসামী করে থানায় মামলাটি দায়ের করেন। তাই জনগণ বলছেন, জেলহাজতের পরিবর্তে শরীফ এখন বাসর ঘরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।