Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ভাটা মালিকের ভুলে প্রাণ গেলো স্কুল ছাত্রের

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা স্টার-২ ইটভাটার মালিক তাজুল ইসলামের ভুলে অকালে প্রাণ হারানো স্কুল ছাত্র ইমন হোসেন। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ইমন হোসেন বৈডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম ওরফে তৈয়বুর রহমানের ছেলে এবং বৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। ঝিনাইদহ সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম, জানান, দুপুরে ওই ইট ভাটার জমানো মাটির উপরে ঘাস কাটছিল ইমন। সেসময় বিদ্যুৎ এর তারে জড়িয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের পিতা তৈয়বুর রহমান অভিযোগ করে ওই ইটভাটার মালিক ভুল করে বিদ্যুতের সুইচ বন্ধ না করে চলে যায়। যে কারণে আমার ছেলের অকালে প্রাণ গেল। আমি এর বিচার চাই। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ