বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুর জেলা শহরের প্রাণ কেন্দ্র তেরাবাজার তুলা পট্টিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার ৬টি তুলার দোকান এবং গোডাউনসহ কম পক্ষে ১০টি বাসা-বাড়ি ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবী অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।
আজ ৮ এপ্রিল শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে তেরাবাজার তুলা পট্টির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুন ছড়িয়ে পরে। এসময় স্থানীয় তেরা বাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা ও মসজিদের মুসুল্লিরা আগুন নেভাতে এগিয়ে আসে। কিন্তু আশপাশে পুকুর বা পানির কোন সংস্থান না থাকায় সামান্য টিউবওয়েলের পানিতে আগুন নেভানো সম্ভব হয়নি। ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুতই আশপাশের বাসা-বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে শেরপুর জেলার দুইটি এবং জামালপুর জেলার একটি ইউনিটসহ মোট ৩টি ইউনিট বিকাল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্তরা দাবী করেছে, তাদের দের থেকে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অফিসের পক্ষ থেকে জানানো হয় ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।