Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগাছায় আ.লীগের প্রতিবাদ সভা

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৬ পিএম, ১৭ মে, ২০১৮

 পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তাগণ বলেন, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের দক্ষ নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হয়ে কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার ও দলের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আব্দুল্লাহ আল মাহমুদ মিলন উপজেলা আওয়ামীলীগের একজন সফল সাধারণ সম্পাদক। তিনি মাদকসহ অন্যান্য সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। বর্তমানে উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খান, কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, পীরগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম আকরাম ও সাধারণ সম্পাদক শাহ মো. সাফায়েত জামিল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ