Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : যমজ পুত্র সন্তানের বাবা হয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব। গত সোমবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। এর আগে ২০১৬ সালের ২৮ মে রেলমন্ত্রী কন্যা সন্তানের বাবা হন। রেলমন্ত্রীর একান্ত সচিব এ.কে.এম.জি. কিবরিয়া মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মা ও সন্তানরা হাসপাতালে সুস্থ আছেন। এদিকে রেলমন্ত্রীর দুই পুত্র সন্তারের জনক হওয়ায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ