বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা সংবাদদাতা : ভোলায় দুর্বৃত্তদের এসিডে ঝলসে গেছে তানজিনা আক্তার (১৬) ও মারজিয়া (৭) নামে দুই বোন। এদের মধ্যে তানজিনার মুখ, চোখ, বুক ও হাত দগ্ধ হয়েছে। সে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছিলো। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাদের দুজনকে প্রথমে ভোলা পরে অবস্থার অবনতি হলে বরিশাল সেবাচিমে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের খশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে। ভোলার সহকারি পুলিশ সুপার শেখ সাব্বির জানান, রাতে দুই বোন নিজের রুমে ঘুমিয়ে ছিলো। এ সময় ঘরের জানালা থেকে এসিড ছুড়ে মারে একদল দুর্বৃত্ত। তাদের ডাকচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে এমন অভিযোগে দুই জনকে আটক করে। তিনি আরো জানান, প্রেমের প্রস্তাবে রাজী না হওয়াতে এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটতে পারে পুলিশের ধারণা। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এসিড ঘাতকদের গ্রেপ্তারে চেষ্টা করছে। ভোলা সদর হাসপাতালের আরএমও তৈয়বুর রহমান জানান, এসিডে তানজিনার বেশী আক্রান্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য উভয়কে বরিশালে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।