Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মকেন্দ্রীক মনোভাব পরিবর্তন করে দায়িত্ববোধ দিয়ে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে হবে : মেয়র বুলবুল

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে নবীন বিসিএস কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গতকাল সকালে নগর ভবন জিআইজেড সভা কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। যেখানে প্রতিটি কর্মকান্ডই জনগন সম্পর্কিত। পরিচ্ছন্ন রাজশাহীকে হেলদি সিটি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। যা আমাদের বড় সাফল্য। স্বাস্থ্য সেবা, বৃক্ষরোপন, বায়ুদূষণরোধে বিশ্বের সেরা নগরীর স্বীকৃতি আমাদের এ অর্জনকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাপক বজ্রপাত ও ঋতু পরিবর্তনে করণীয় সম্পর্কে জানতে হবে। উন্নত রাষ্ট্রের সৃষ্ট সমস্যায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের শিকার অনুন্নত রাষ্ট্রগুলো। ফারাক্কা, তিস্তার পানি শূণ্যতা আমাদের বিপর্যস্ত করছে। সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় উদ্দ্যেগ গ্রহণ করতে হবে। গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, শিল্পায়নে টেকসই উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় জাতীয়তাবোধ, দেশপ্রেম ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নিজেদের আত্মকেন্দ্রীক মনোভাব পরিবর্তন করে দায়িত্ববোধ দিয়ে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান মেয়র।মতবিনিময় সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক। এ সময় বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাসিকের দায়িত্বপ্রাপ্ত সচিব শাহানা আখতার জাহান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ