Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ঠিকানায় রাজধানীর রমনা মডেল থানা

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা স্থান পরিবর্তন করে অস্থায়ীভাবে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। সেগুনবাগিচায় রাজস্ব ভবনের বিপরীত পাশে ৫১ কাকরাইলে চারতলা একটি ভবনে থানাটির কার্যক্রম চলবে। রমনা থানার ভবনটি অনেক পুরাতন-জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি ভেঙে নতুন করে আধুনিক ১৪ তলা ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনের নির্মাণকাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত থানাটি অস্থায়ীভাবে ৫১, কাকরাইলে চারতলা ভবনে জনসাধারণকে সব ধরনের সেবা দেবে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন ভবনে থানার কার্যক্রম উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। কমিশনার বলেন, রমনা থানা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ থানা। বহুদিনের থানা হওয়ায় ভবনটি ছিল জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। তবে নতুন থানা ভবনটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়, রমনা বিভাগে উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ