বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : নাশকতা সৃষ্টির লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরে মজুদ করে রাখা ১০টি শক্তিশালি তাজা বোমা উদ্ধার করেছ বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় পোর্টে নিয়োজিত আনসার সদস্যদের সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ স্থলবন্দরের ১১নং শেডের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার এসআই এহসানুল হক বলেন, আনসার সদস্যদের সন্দেহভিত্তিক খবরে ১১নং শেডের পিছনের একটি পরিত্যাক্ত বাথরুম এর তালা ভেঙে ১০টি শক্তিশালি তাজা বোমা উদ্ধার করা হয়। বেনাপোল স্থলবন্দরের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে গোলযোগ চলছে। তারই ধারাবাহিকতায় হয়ত সন্ত্রাসীরা এ বোমা নাশকতা সৃষ্টির জন্য মজুদ রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য থানায় আনা হয়েছে। কে বারা কারা এ বোমা মজুদ করেছে সে ব্যাপারে তদন্ত করে বের করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।