Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তালোড়া পৌরসভা নির্বাচন আমিরুল ইসলাম বকুল মেয়র নির্বাচিত

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নির্বাচন গতকাল মঙ্গলবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আমিরুল ইসলাম বকুল (নৌকা) ৪ হাজার ৯শ ১৭ ভোট পেয়ে বে-সরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত বর্তমান মেয়র আব্দুল জলিল খন্দকার (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৬শ ২৫ ভোট। এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (জগ) পেয়েছেন ৩ হাজার ৭৭ ভোট। ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মোছা: জিন্নাতুন বেগম রেখা (আনারস), ২নং ওয়ার্ডে রেখা রানী (চশমা) ও ৩নং ওয়ার্ডে মোছাঃ সাহেরা বেওয়া (আনারস)। ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে বে-সরকারিভাবে নির্বাচিত নির্বাচিত হয়েছেন ২নং ওয়ার্ডে গিয়াস উদ্দীন প্রামানিক (পাঞ্জাবী), ৩নং ওয়ার্ডে এমরান আলী (পানির বোতল), ৪নং ওয়ার্ডে সাবু প্রামানিক (উঠ পাখি), ৫নং ওয়ার্ডে তানভির আহম্মেদ (উঠ পাখি), ৬নং ওয়ার্ডে শাহিনুর ইসলাম প্রামানিক (উঠ পাখি), ৭নং ওয়ার্ডে শরিফুল আলম (পাঞ্জাবী), ৮নং ওয়ার্ডে হাসিম প্রামানিক (ব্রীজ) ও ৯নং ওয়ার্ডে মারুফ হোসেন (পাঞ্জাবী)। এ ছাড়াও ১ নং ওয়ার্ডে মোশারফ হোসেন মুন্সী সেলিম বিনা প্রতিদ্ব›িদ্বতায় ইতিপূর্বে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ভোট প্রদানের হার শতকরা ৮০.৮০। উল্লেখ্য এদিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ