Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের রাজপথে ছাত্রদলের শোডাউন

কেন্দ্রিয় নেতা মাহবুবুল হকের মুক্তির দাবি

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

সিলেট ব্যুরো: নিকট অতীতের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদের বিশাল শো‘ডাইন সহ বিক্ষোভ মিছিল করেছে সিলেট ছাত্রদল। সরকারের দমন নিপীড়নেকোনঠাসা সিলেট ছাত্রদল নেতাকর্মীদের রাজপথে এ একাট্টা গর্জন নতুন করে তাদের শক্তিমত্তার জানান দিয়েছে। এতে উজ্জীবিত নেতাকর্মীরা। দলেরচেয়ারপার্সনবেগম খালেদা জিয়া ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতা মাহবুবুল হক চৌধুরীর মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল সমাবেশ করে তারা। গত সোমবার বিকেলে সিলেট ছাত্রদলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি নগরীর দরগাগেইটথেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেচৌহাট্রা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সমাবেশেনেতৃবৃন্দ বলেন-বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের মা। অবৈধ আওয়ামী ফ্যাাসিস্ট সরকার আদালতকে ব্যবহার করে গণতন্ত্রের মা’কে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকেরেখেছে। তারা বলেন, হামলা মামলা নির্যাতন চালিয়ে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে সকল রাজবন্ধিদের মুক্তির দাবি জানাননেতৃবৃন্দ। মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদনেতা সিলেটজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শফিকুর রহমান টুটুল, আব্দুস সামাদ তুহেল, সিলেটজেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, সিলেটজেলা বিএনপির সদস্য ফারুক আহমদ, গিয়াস আহমদ (মেম্বার), আবুল হাসনাত, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতিলোকমান আহমদ, আবু আহমেদ আনসারী, সিলেটজেলা ছাত্রদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ