Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলা খাল আবর্জনামুক্ত ও পুন:খননের দাবিতে স্মারকলিপি

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


১৫ দিনের মধ্যে আবর্জনা মুক্তের আল্টিমেটাম
ভোলা জেলা সংবাদদাতা : পরিবেশ আইনবিদ সমিতি ‘বেলা’ এর উদ্যোগে ভোলার নাগরিক সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে ভোলা শহরের মধ্যবর্তী খালটির দুরাবস্থা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের তাদের অফিসে মানবাধিকার কর্মী মোবাশ্বের উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় খালটির গুরুত্ব তুলে দরে বক্তব্য রাখেন, বেলা বরিশাল এর সমন্বয়কারী মাহবুব চৌধুরী লিংকন, নাগরিক কমিটির সাধারন সম্পাদক বাহাউদ্দিন, এইচ,আর,ডি,এফ সাধারন সম্পাদক মোঃ হোসেন, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, ব্যবসায়ী নেতা মোঃ ওমর ফারুক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহŸায়ক অবিনাশ নন্দী, অধ্যক্ষ অরুন চন্দ্র দে, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা আবুল কাশে, জামাল সিকদার, মশিউর রহমান পিংকু প্রমুখ।
সভায় বক্তাগন বলেন, ভোলা খালে পানি না থাকার কারনেই ভোলা শহরের সাম্প্রতিককালের অগ্নিকান্ডের ভয়াবহতা ঘটে। খালে পানি থাকলে ক্ষতির পরিমান সামান্যই হতো। বক্তাগন আরও বলেন, খাল পুন:খননের দাবি জানানো হচ্ছে গত ১৫ বছর ধরে। খাল পুন:খনন তো করাই হয়নি বরং সংশ্লিষ্ট দায়িত্বকালীন ব্যক্তিদের উদাসিনতার কারনে খালটিতে সম্পূর্ণ রুপে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে বেলা উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করে। মামলা নং ৩৯২৪/২০১৫। উচ্চ আদালত ৪ মে ২০১৫ ভোলা পৌরসভা ও জেলা প্রশাসনকে সীমানা নির্ধারন পূর্বক দখল মুক্ত করার আদেশ দিলেও অদ্যবধি তা কার্যকর হয়নি। আলোচনা শেষে নেতৃবৃন্দ ভোলা খাল আবর্জনামুক্ত ও পুন:খননের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। খালটি দ্রæত পুন:খননের জন্য ১৫ দিনের মধ্যে আবর্জনা মুক্তের আল্টিমেটাম দেন তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ