Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সভা

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

 

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : মাছরাঙ্গা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদারকে পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্চিত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকারের সভাপতিত্বে প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১ টায় মসজিদুল হুদা মোড়ে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সাথে উলিপুরে বিএনপি‘র সব ধরনের সংবাদ বর্জন করার সিদ্ধান্ত গৃহিত হয়। পরিমল মজুমদার জানান, গত শনিবার পেশাগত দায়িত্ব পালনে তিনি সকাল ১১ টায় উলিপুর হেলিপ্যাডে অবস্থান করেন। কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত মাঈদুল ইসলামের মরদেহ বাহী হেলিকম্পটার এবং কফিনের ছবি তুলতে থাকা অবস্থায় জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল ইসলামের পুত্র সামিদ কাসেম তাকে লাঞ্চিত করে হেলিপ্যাড থেকে বের করে দেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের অনেক কর্মকর্তা ও উৎসুক জনতা ঘটনা প্রত্যক্ষ করেন। এ ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, তৈয়বুর রহমান, মন্জুরুল হান্নান, মোন্নাফ আলী, আনিছুর রহমান মিয়াজী, মমতাজুল করিমী, নুরবক্ত মিয়া, সহিদুল আলম বাবুল, নুরুজ্জামান সরকার, হাফিজ সেলিম, সূভাষ সাহা ভজন, ফয়জার রহমান রানু, মমিনুল ইসলাম, আনিছুর রহমান, আমিনুল ইসলাম বিটু, হাফিজুর রহমান শাহীন,আঃ মালেক, খালেক পারভেজ লালু, ইউনুস আলী, রোকনুজ্জামান মানু,এনায়েত করিম রনি, শাহিনুর আলম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ