Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণশুনানিতে দুদকের কমিশনার ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য কমেনি

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : ভূমি অফিসে দালালের দৌরত্ব কমে নাই। কারণ, দালাল অফিসের মধ্যে থাকে। ভূমি অফিসের দলিল লেখক, তসিলদারসহ সংশ্লিষ্টরাই সবচেয়ে বড় দালাল। গতকাল মঙ্গলাবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সহকারী কমিশনার অফিসসমূহের কার্যক্রমের ফলোআপ গণশুনানিতে দুদকের কমিশনার ড. মো. নাসির উদ্দিন এসব কথা বলেন। ঢাকা মহানগরের কোতোয়ালি, তেজগাঁও ও গুলশান সার্কেলের ভূমি অফিসের বিষয়ে ফলোআপ গণশুনানি হয়। সংশ্লিষ্ট সহকারী কমিশনারগণ এসব অভিযোগ নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তির আশ্বাস দেন। গণশুনানিতে অভিযোগকারীদের বক্তব্যে নামজারি করতে নানা হয়রানি, দলিল হস্তান্তর ঘুষের ছড়াছড়ি, এক শ্রেণির ভূমি কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে সরকারি সম্পত্তি বেহাত, ব্যক্তিগত সম্পত্তি খাস জমি হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে অফিসের নিম্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর কারণে অভিযোগ নিয়ে সহকারী কমিশনারের কাছে না যেতে পারার অভিযোগ উঠেছে। দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, অফিসের দালাল কারা? এরা কি বাইরে না ভেতরের? অফিসের প্রধান হিসেবে কর্মকর্তাদের দায়িত্ব নিজে দুর্নীতিমুক্ত থেকে নিজ অফিসকে দুর্নীতিমুক্ত রাখা। নাসির উদ্দিন বলেন, সমন্বয়হীনতা বড় একটি সমস্যা। ভূমি অফিসে দালালের দৌরাত্ম কমে নাই। কারণ, দালাল অফিসের মধ্যে থাকে। অফিসের মধ্যম ও নিম্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা দালালের কাজটি করে থাকে। ভূমি অফিসের সামনে দলিল লেখক ও তহসিলদারসহ সংশ্লিষ্টরা সবচেয়ে বড় দালাল। আমি দুর্নীতিমুক্ত লিখলেই হবে না, বিষয়টি হৃদয়ে ধারণ করতে হবে। সরকারি অফিস দুর্নীতিমুক্ত নয়। সিস্টেমে অনেক গলদ আছে। পদ্ধতি উন্নয়নে কাজ করতে হবে। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করতে হবে। ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের সঞ্চালনায় গণশুনানিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ রায়হান কবীর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ