রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সাংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নাসিরাকান্দি গ্রামের ওয়াস মিয়ার ছেলে ও ছয়সূতী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা (৩৪) কে শতশত মানুষের সামনে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক এহসানের বিরুদ্ধে। এ ঘটনার সত্যতা যাচাই করতে গতকাল মঙ্গলবার আরব আলী চকবাজারে গিয়ে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, সোমাবার রাত সাড়ে ৮টার দিকে একটি নোহা মাইক্রো নিয়ে সিভিলে উপ-পরিদর্শক এহসানের নেতৃত্বে একদল পুলিশ রিকশায় বসে থাকা জুয়েল রানাকে মাইক্রো বাসের কাছে ডেকে নেয়। তখন জুয়েল রানা কাছে গেলে দারোগা এহসান তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় জুয়েল তার অপরাধ কি জানতে চাইলে তাকে দেশ ত্যাগেরও হুমকি দেয়া হয় বলে ভোক্তভোগি ও প্রত্যক্ষদর্শীরা এ সংবাদদাতাকে ভিডিও বক্তব্যে জানান। প্রত্যক্ষদর্শী চকবাজারের মাছ ব্যবসায়ী মিছির মিয়া, পুরির দোকানদার বাচ্চু মিয়া, এলাকাবাসী রতন মিয়া, নজরুল ইসলাম, ছাত্তার মিয়াসহ আরো অনেকেই জানান, সোমবার রাতে সিভিলে পুলিশের একটি টিম জুয়েলকে মাইক্রোর কাছে ডেকে নিয়ে গুলি করে মেরে ফেলের হুমকি দেয়। এঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যেও আতংক বিরাজ করছে। জুয়েলকে হত্যার হুমকি দিয়েছেন এমন অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক এহসান মুঠোফোনে এ সংবাদদাতাকে জানান, সোমবার রাতে তিনিসহ এসআই শফিক আরব আলী চকবাজারে গিয়ে রিকশায় বসা থাকা অবস্থায় জুয়েলকে বাজারের অনেক মানুষের সামনে ডেকে এনেছি এটা সত্য। তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ থাকায় তাকে শুধু সর্তক করেছি, ভালো হয়ে চলার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।